Seat handed over documents to CBI on Sandeep Ghosh’s financial scam
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই সিবিআইকে যাবতীয় নথি হস্তান্তর করল রাজ্য ৷ সকাল সাড়ে নটার মধ্যেই যাবতীয় নথি হস্তান্তর করা হয় বলে জানা গিয়েছে ৷ এদিন সকালে নিজাম প্যালেসে নথি হস্তান্তর করা হয়। আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আর্থিক তছরুপ, ওষুধ, মেডিক্যাল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগের তদন্তও এবার করবে সিবিআই ।
উল্লেখ্য, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আখতার আলি। আর জি করে আর্থিক দুর্নীতির তদন্ত চেয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ওই মামলার শুনানি ছিল শুক্রবার।হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সাফ জানান, আর জি করে দুর্নীতির যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্ত করবে সিবিআই।শুধু তাই নয়, তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দেয় আদালত। আগামী ৩ সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে বলে সাফ জানান বিচারপতি ভরদ্বাজ।