ED summons Sandeep Ghosh’s wife Sangeeta Ghosh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে তলব করল ইডি। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোম ও মঙ্গলবার সন্দীপের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা। ফের তাঁর সঙ্গে কথা বলতে চান ইডি আধিকারিকরা।
অন্যদিকে, CBI-এর দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে।
প্রসঙ্গত মঙ্গলবার সন্দীপ ঘোষকে ফের আলিপুর আদালতে তোলা হয়। আলিপুর আদালত থেকে বেরনোর সময় সন্দীপকে দেখে ‘চোর’ বলে স্লোগান দিতে শুরু করেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাজিরার মধ্যেই সন্দীপের গাড়ি লক্ষ্য করে চটি ছুঁড়েও মারা হয়। ফলে শুনানি শেষে তড়িঘড়ি গাড়িতে ওঠানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে।