Justice Amrita Sinha ordered that lawyer Priyanka Tibrewal is not barred from going to Sandeshkhali
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের৷ গননা শেষের একদিন পর অর্থাৎ ৫ জুন সেখানে যেতে পারবেন তিনি। এস পি বসিরহাটকে নির্দেশ প্রিয়াঙ্কার উপর কোনো আঘাতের ঘটনা না ঘটে তা দেখতে হবে। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আইনজীবী – সিবিআই ক্যাম্প করেছে। তাই আইনজীবী হিসেবে সেখানে যেতে হয় সপ্তাহে দু-তিনদিন। পুলিশ গ্রামবাসীদের ঢুকতে দিচ্ছে না। গতকাল থেকে অনেক গ্রামবাসী ফোন করে তাদের বাঁচাতে বলছে। কিন্তু ১৪৪ ধারা জারি হয়েছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তারপরেই যেতে দেওয়া হোক। আশঙ্কা ১৪৪ ধারা বলবতের সময় বাড়িয়ে দেওয়া হবে।
রাজ্য এর আইনজীবী সোনাল সিনহা – এই মামলায় বিরোধী দলনেতার যাওয়ার কথাও বলা হয়েছে। অথচ এটা কোন জনস্বার্থ মামলাও নয়। গননার দিন কি প্রয়োজন সন্দেশখালি যাওয়ার?
বিচারপতি অমৃতা সিনহা – আপনি কি আশঙ্কা করছেন? একজন মহিলা একা কি সমস্যা করবেন? রাজ্য এর আইনজীবীকে প্রশ্ন বিচারপতি সিনহার।