Around 5 am on Sunday morning, a shot was fired in front of actor Salman Khan’s house.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার ভোর ৫টা নাগাদ অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে সামনে গুলি। চার রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেন দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
গুলির শব্দে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। গোটা এলাকা এখন থমথম করছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে বেলা বাড়তে হুমকি চিঠি আসে। গোটা ঘটনার দায় স্বীকার করে নিলে বিষ্ণোই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে।
প্রসঙ্গত, বলিউডের সুপারস্টার সলমন খান গত বছর থেকেই একাধিক উড়ো হুমকি পাচ্ছেন। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং একাধিবার সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ১৯৯৮ সালের চিঙ্কারা হরিণ হত্যাকাণ্ডের জেরেই এই হুমকি। সালমান যে হরিণ মেরেছিলেন, তা বিষ্ণোই সম্প্রদায়ে পূজিত। সেই কারণেই সালমানকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই। এই হুমকির পর থেকে সলমনের নিরাপত্তা বাড়িয়ে ‘Y +’ করা হয়।