Sachin Tendulkar was angry with the Indian team after the humiliating loss in the third Test against New Zealand.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও লজ্জাজনক হারের পর ভারতীয় দলের ওপর বেজায় বিরক্ত সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার সরাসরি প্রশ্ন তুলে দিলেন ক্রিকেটারদের প্রস্তুতির অভাবের দিকে। কদিন আগে যখন দলীপ ট্রফি চলছিল তখন বিরাট, রোহিতদের জন্য ছাড় দিয়েছিল বিসিসিআই। তাঁদের খেলতে হয়নি। ফলে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসও তাঁদের হয়নি। এরপর থেকে টানা পাঁচটি টেস্টে ম্যাচে তেমন বড় রান পাননি এই দুই তারকা ক্রিকেটার। এরপর টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতেই সচিন সরাসরি প্রস্তুতির অভাব,ভুল শট সিলেকশনের পাশাপাশি ম্যাচ প্র্যাকটিসের অভাবের দিকেই আঙুল তুলে দিলেন।