75 percent progress in moving troops to India-China border – said S Jaishankar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নেওয়া (ডিসএনগেজমেন্ট) সংক্রান্ত সমস্যার ৭৫ শতাংশ সমাধান হয়ে গিয়েছে, এমন কথাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জেনেভায় একটি বৈঠকে অংশ নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেই নিরাপত্তা নীতি বিষয়ক একটি আলোচনাসভায় ভারত-চিন সীমান্ত নিয়ে কথা বলেন তিনি। যেকোনও সীমান্তে সেনা মোতায়েনের মাত্রা যদি বেড়ে যায়, সেটা যথেষ্ট দুশ্চিন্তার বিষয় বলেই জয়শংকরের মত। গালওয়ান সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে চিনকে অবশ্য খোঁচা দিয়েছেন বিদেশমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, ” যারা সীমান্তে হিংসা ছড়িয়েছে, তারা বলতে পারে না যে ওই হিংসার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে।”
তবে ২০২০ সালের সেই উত্তপ্ত পরিস্থিতি এখন বেশ খানিকটা নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানান জয়শংকর। তিনি বলেন, “এখনও আলোচনা চলছে। খানিকটা এগিয়েছি আমরা। ধরে নেওয়া যায় সেনা সরানোর ক্ষেত্রে ৭৫ শতাংশ সমস্যা মিটেছে। তবে এখনও কিছু কাজ বাকি।”