The Mumbai Indians fraternity survived because of Rohit Sharma’s sacrifice.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মার আত্মত্যাগের জন্যই টিকে গেল মুম্বই ইন্ডিয়ান্সের ভ্রাতৃত্ব। বড় দাদার মতোই রোহিত শর্মা এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে বাকিরা অত্যন্ত খুশি। আসলে আইপিএলের রিটেনশনের আগে পর্যন্ত প্রশ্ন ছিল আদৌ রোহিত মুম্বইতে থাকবে কিনা হার্দিকের সঙ্গে।কারণ গত আইপিএলের সময় হার্দিকের সঙ্গে তাঁর মতের অমিল প্রকাশ্যে এসেছিল। যদিও রোহিত শেষ পর্যন্ত মুম্বইতে থেকে যাওয়ার সিদ্ধান্তই শুধু নেন নি। তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দেন দলের তিন ক্রিকেটার হার্দিক, সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহ যেহেতু এই মূহূর্তে জাতীয় দলে টি২০ ফরম্যাটে খেলে, তাই তাঁদেরকে যেন তাঁর থেকে বেশি অর্থ দিয়েই রিটেন করা হয়। এমনই মহান কাজ করলেন হিটম্যান।