Rohit Sharma was accused of insulting the Indian flag.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল রোহিত শর্মার বিরুদ্ধে। কদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন রোহিত শর্মা, যেখানে তিনি বার্বাদোসের মাটিতে টি২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় পতাকা পুঁতে দিচ্ছিলেন। যদিও ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা মাটিতে পোঁতা যায় না, অর্থাৎ মাটিতে জাতীয় পতাকা ঠেকানো পর্যন্ত যায় না। কিন্তু রোহিত শর্মা সেই কাজ করে ফেলায় সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। রোহিত অবশ্য জানিয়েছে বিষয়টি আবেগের জেরেই হয়েছে, কারণ বার্বাদোসে তাঁরা বিশ্বকাপ জেতায় সেথানে জয় উদযাপন করতে চেয়েছিলেন তাঁরা। এখনও পর্যন্ত রোহিত শর্মা নিজের অফিশিয়ান অ্যাকাউন্ট থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেননি। কিন্তু বিশ্বকাপ জয়েক আনন্দের মাঝেই এমন কাজ ঘটিয়ে ফেলায় বেশ বিপাকেই হিটম্যান।