Rohit Sharma is not in the first test, told the board
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে খেলবেন না, সরাসরি বিসিসিআইকে জানিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এতদিন একটা জল্পনা ছিল তিনি পার্থ টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন। কিন্তু ১৫ই নভেম্বর স্ত্রী সন্তানের জন্ম দেওয়ায় কোনওভাবেই আর রোহিতের খেলার সম্ভাবনা নেই, সেটাই বোর্ডকে সরকারিভাবে জানিয়ে দিলেন রোহিত। ফলে ওপেনিং নিয়ে একটা চিন্তা তৈরি হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফির আগেই ইন্ডিয়া এ দল এবং অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে গিয়েই একাধিক ব্যাটার চোট পেয়েছেন। অনুশীলনেও চোট পেয়েছেন বাউন্সি পিচে। সেখানে রোহিতও না থাকায় প্রথম টেস্টে চাপ বাড়ল ভারতের।