Rohit Sharma is not in the first match of the Australia series
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে একটি টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা, পাঁচ ম্যাচের সিরিজে প্রথম টেস্টে না খেলার সম্ভাবনা হিটম্যানের। বিসিসিআইকে ইতিমধ্যেই রোহিত চিঠি মারফত জানিয়েছেন, তিনি একটি টেস্টে নাও খেলতে পারেন। এক্ষেত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তিনি। শোনা যাচ্ছে বোর্ড কর্তারা তাঁর সঙ্গে কথা বলে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে চলেছে। নির্বাচকদের বলে রাখা হচ্ছে, একটি স্থান ফাঁকা রাখার জন্য। যদি রোহিতের ব্যক্তিগত কাজ সিরিজ শুরুর আগে মিটে যায়, সেক্ষেত্রে তিনি পাঁচটি ম্যাচেই খেলতে চলেছেন। অন্যথায় দ্বিতীয় টেস্ট থেকে পাওয়া যাবে তাঁকে। শোনা যাচ্ছে, তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।