Rohit Sharma took responsibility for the loss as the captain
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কিউয়িদের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ আগেই হেরেছিল ভারত। অপেক্ষা ছিল শেষ টেস্টে জিতে হারানো গৌরব ফিরে পাওয়ার। কোথায় কি, উল্টে তৃতীয় টেস্টেও আড়াই দিনে হেরে বসল রোহিত শর্মার দল। ম্যাচ হারের পর স্বভাবতই প্রশ্ন উঠল রোহিতের ক্যাপ্টেনসি নিয়ে। যা শুনে সাংবাদিক সম্মেলনে এসে হিটম্যান নিজেই স্বীকার করে নিলেন ব্যাটার হিসেবে হোক বা অধিনায়ক হিসেবে, এই সিরিজে তাঁর পারফরমেন্স একদমই ভালো ছিল না। সেই সঙ্গে সঙ্গেই রোহিত জানালেন, পার্থ-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি থাকবেন কিনা তা এখনও জানেন না। কারণ তাঁর স্ত্রী সন্তানসম্ভবনা। প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে পরের পাঁচটি টেস্টের একটিও হারলে চলবে না ভারতের।