Congratulations to Federer on Nadal’s farewel
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রাফায়েল নাদালের বিদায় বেলার তাঁকে শুভেচ্ছা জানালেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। সুইস তারকা বলছেন, রাফার মতো খেলোয়াড় টেনিস বিশ্বে পাওয়া খুবই কঠিন। ২০০৪ সালে প্রথমবার রজার ফেডেরার এবং রাফায়েল নাদার প্রথম মুখোমুখি হয়েছিলেন। সেদিনের থেকে প্রায় ২০ বছর পর অবশেষে টেনিস কেরিয়ারে ইতি টানতে চলেছেন রাফা। এক সময় ফেডেরার আর রাফার দ্বৈরথই ছিল বিশ্ব টেনিসের চর্চার বিষয়। আর সেই দুই তারকার নাম কোর্টে আসবে না। অবসরের কথা শোনার পরই ফেডেরার তাই বললেন, টেনিসকে নাদাল যা দিয়েছে তা কখনও ভুলে যাওয়া সম্ভব নয়। এত অসাধারণ একটা কেরিয়ার। আশা করতেন, যেন এই দিনটা তাঁকে কখনও দেখতে না হয়।