Rituparna Sengupta’s mother Nandita Sengupta passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন মুনমুন সেনের স্বামী। এবার প্রয়াত হলেন ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। মাতৃহারা ঋতুপর্ণা সেনগুপ্ত। টানা ১৫ দিন ভেন্টিলেশনে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তের মা। তীব্র লড়াই করেছেন। তবে, শেষ রক্ষা হল না। লড়াই থামল শনিবার। শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। শনিবার বেলা তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা। এর আগে অভিনেত্রী জানান, লাগাতার ডায়ালেসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁর মা। ৭৭ বছরে নন্দিতাদেবী আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। দিন পনেরো আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন নায়িকা।