Actress Urvashi’s special message for cricketer Rishabh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ কি ডেট করছেন বলি ডিভা উর্বশী রাউতেলার সঙ্গে? এই প্রশ্ন হঠাৎ করেই আবারও একবার জোরাল হয়েছে। ঘটনার সূত্রপাত এক ভিডিয়ো থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যায় উর্বশী টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। আর সেই ভিডিয়োর কমেন্ট সেকশনে জ্বলজ্বল করছে ঋষভ পন্থের নাম। যেখানে রয়েছে একটি লাল হৃদয়ের ইমোজি। এরপর থেকে সকলে ফের বলাবলি শুরু করেছেন, পন্থ ও উর্বশী নিশ্চয়ই প্রেম করছেন।তাঁরা দু’জনই অবশ্য কখনও স্বীকার করেননি যে প্রেম করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, যদি ঋষভ পন্থের জন্য কোনও বিশেষ হ্যাশট্যাগ দিতে হয়, তা হলে কোন ট্যাগ দেবেন? এই প্রশ্ন শুনে হাসিমুখে উর্বশী উত্তর দেন, ‘অস্ট্রেলিয়া সফরের জন্য শুভেচ্ছা।’ এই এক লাইন বার্তা দেওয়ার পরই হাসতে থাকেন উর্বশী। ইন্সটাগ্রামের ওই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কমেন্ট সেকশনে দেখা গিয়েছে পন্থের নাম। পাশে একটি লাল হৃদয়ের ইমোজি।