Delhi said goodbye to Pant, Bengal’s Abhishek Porel got a chance
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিলেন তাঁদের অধিনায়ক ঋষভ পন্ত। দলে রিটেন করা হল বাংলার ক্রিকেটারকে। শেষ কয়েক সপ্তাহ ধরেই জল্পনা তৈরি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন পন্ত। কদিন আগে তিনি এক পোস্ট করেও সোশাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন ভক্তদের, তাঁকে আদৌ কোনও দল কিনতে রাজি হবে কিনা। তখন বিষয়টি নিয়ে অতটা কেউ মাথা না ঘামালেও এবার বোঝা গেল, তিনি দল ছাড়বেন সেটা আগেই স্থির করে ফেলেছিলেন দিল্লির এই বাঁহাতি ব্যাটার। প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালস দলে ট্রিস্টান স্টাব, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের সঙ্গেই রিটেন করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে। তিনি উইকেটরক্ষক ব্যাটার। পন্তের পরিবর্তে কিপিং গ্লাভস সামলাতে চলেছেন তিনিই।