Riddhi kisses Surangana on the lips in Times Square, New York.
নিউ ইয়র্ক
নিজস্ব প্রতিনিধি : নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সুরঙ্গনার ঠোঁটে চুমু ঋদ্ধির। টলিউডের লাভ বার্ডস ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কেমিস্ট্রি ইতিমধ্যে মন কেড়েছে অনুরাগীদের। টাইমস স্কোয়ারের সামনে এই মিষ্টি জুটির চুমুর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুন্দর এক মুহূর্তের সাক্ষী ছিলেন বন্ধু রাজর্ষি নাগ।
৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে অংশগ্রহণ করতে গিয়েছেন ঋদ্ধি, সুরঙ্গনা, রাজর্ষি। প্রতিবছর এই বঙ্গ সম্মেলন হয়। এবারে ৪, ৫ ও ৬ জুলাই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেখানে কৌশিক সেন, রেশমি সেনও ছিলেন। হ্যামলেটের চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কার পান ঋদ্ধি। নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে টলিউডের একঝাঁক তারকাকে দেখা যায়। উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, চূর্ণী গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, ইশা সাহা সহ আরও অনেকে। এঁদের অনেকেই শিকাগোর অভিজাত হোটেলে ছিলেন।