Ali Fazal and Richa Chadha are new members in the family.Richa gave birth to a daughter.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আলি ফাজল এবং রিচা চাড্ডার সংসারে নতুন সদস্য। সুখবর দিলেন এই সেলেব্রেটি দম্পতি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিচা। সেই খবরই তাঁরা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।মাত্র কয়েক দিন আগে, রিচার গর্ভাবস্থার ফটোশুটের ঝলক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেই শুভেচ্ছাবার্তা ভরিয়ে দেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে আলি এবং রিচা জানিয়েছেন, ”গত ১৬ জুলাই আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমরা সবাই এই খবর ভাগ করে নিতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের পরিবারও দারুণ খুশি। আর যারা এতদিন ধরে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।”
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে রিচা ও আলির সম্পর্কের সূত্রপাত। ২০২২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রিচাকে শেষ দেখা গিয়েছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘হীরামাণ্ডি’ সিরিজে। অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলি ফজলের সিরিজ ‘মির্জাপুর ৩’।