Sushant Singh Rajput death case Supreme Court relief actress Rhea Chakraborty.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। এই মামলায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর। আজ, বিচারপতি বি আর গভাই ও কে ভি বিশ্বনাথন রিয়া ও তাঁর পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন। এই ঘটনায় এই রায় রিয়ার পক্ষে অবশ্যই বিরাট স্বস্তি।
সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনা ২০২০ সালের। হঠাৎ বলিউডের এই নক্ষত্রপতন কার্যত নড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। একের পর এক অভিযোগ উঠে এসেছিল সুশান্তের পরিবারের তরফ থেকে। সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছিলেন? তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল নাকি এই গোটা ঘটনার পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য তা আজও অজানা সুশান্তের পরিবার থেকে শুরু করে অনুরাগীদের সকলেরই।
এই ঘটনায় অনেকেই মনে করেছিলেন জড়িত রয়েছেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। তবে আজ সুপ্রিম কোর্টের অর্ডারের পরে এটা প্রমাণিত যে, এই আত্মহত্যার সঙ্গে রিয়া চক্রবর্তীর কোনও যোগ ছিল না। কেবল আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ নয়, এই ঘটনায় মাদকযোগেও নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর ।সেই অভিযোগের ভিত্তিতে এক মাস জেলও হয়েছিল অভিনেত্রী ও তাঁর ভাইয়ের। সুশান্তের আত্মহত্যার সঙ্গে রিয়া বা তাঁর পরিবারেরও কোনও যোগ পাওয়া যায়নি। অবেশেষে অভিনেত্রী ও তাঁর পরিবারকে নির্দোষ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।