“I am losing the ability to stand tall as a Bengali,” said Mahaguru on the RG kar unnatural death case
রাজ্য
মুনমুন রায়, প্রতিনিধি :আর জি কর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটাদেশ। আমজনতা থেকে শিল্পী, সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে। নিরীদের নিরাপত্তা নিয়ে সকলেই কাঠগড়ায় তুলছেন প্রশাসনকে।
এই অবহেই আর জি কর কাণ্ডে কড়া প্রতিক্রিয়া জানালেন মিঠুন চক্রবর্তী। ভিডিও বার্তায় বিজেপি নেতা তথা মেগাস্টার মিঠুনের মন্তব্য, “আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি।” নিহত তরুণী ডাক্তারের পরিবারকে সমবেদনা জানিয়ে মিঠুন চক্রবর্তী মন্তব্য, “ওঁর পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল, আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার কাছে সবথেকে বড় কাম্য।” বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মিঠুন চক্রবর্তীর এই বার্তা শেয়ার করা হয়েছে।