Joining the emergency services from Saturday, but the agitation will continue to seek justice from the CBI.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অবশেষে ৪২ দিন পর কর্মবিরতি আংশিকভাবে তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা। মুখ্যসচিবের নির্দেশিকাতেই কাটল জট। জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডি মিটিং শেষে ধরনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকেরা। আজ, অর্থাৎ শুক্রবার থেকেই উঠে যাচ্ছে ধরনা।
গত ৯ অগাস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতিতে চলে যান জুনিয়র চিকিৎসকেরা। গত ন’দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক বৈঠক করেন তাঁরা। তাতে খানিকটা জট কাটে৷ বুধবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের পর আপাতত কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকেরা। তবে তাঁদের আন্দোলন এখনই থামছে না৷
আন্দোলনরত চিকিৎসকদের তরফে স্পষ্ট ভাবেই বলা হয়েছে, “আংশিক জয় আসার পরই শনিবার থেকে আমরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। আংশিক ভাবে কর্মবিরতি প্রত্যাহারের মাধ্যমে সদিচ্ছার প্রমাণ দিতে চাইছি। স্বাস্থ্য সচিবের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন। আমরা নজর রাখছি।
শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিকাল ৩টের সময় মিছিলের ডাকও দেওয়া হয়েছে। তারপরই উঠে যাবে ধরনা। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন সকলেই।