The junior doctors sent a letter to the chief secretary demanding a meeting with the task force
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও আরজি কর কাণ্ডে আন্দোলন করা জুনিয়র চিকিৎসকরা মুখ্যসচিবকে চিঠি পাঠালেন। তাঁরা টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করার দাবি জানালেন। আগেই বলা হয়েছিল, যে কোনওরকম অসুবিধার সম্মুখিন যদি জুনিয়র চিকিৎসকরা হয়, তাহলে টাস্ক ফোর্সের কাছে তাঁরা অভিযোগ জানাবেন। এবার জুনিয়ল ডাক্তারদের তরফে চিঠিতে দাবি করা হল, হাসপাতালগুলিতে যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনি মোতায়েনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা একদমই মানা হয়নি। কোনও অতিরিক্ত বাহিনি মোতায়েন হয়নি সরকারি হাসপাতালে, এই নিয়েই জুনিয়র ডাক্তাররা ফের একবার চিঠি লিখলেন মুখ্যসচিবকে। ফলে আপাতত আন্দোলন উঠলেও বিষয়টা থেকে যে তাঁরা এখনও বেরোননি তা স্পষ্ট হয়ে গেল।