Junior doctors marched from Bidhannagar health building to CGO complex
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই ৷ এই মামলার কিনারা করতে সিবিআইয়ের আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা ৷
এদিন বিধাননগরের স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷ সেই মিছিল থেকে স্লোগান তোলেন, ‘আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই’ ৷ তাঁদের সঙ্গে থাকা ব্যানারে প্রশ্ন তোলা হয়েছে, ‘আর কবে ?’ সঙ্গে ‘জাস্টিস ফর আরজি কর’ ও ‘জাস্টিস ফর অভয়া’ স্লোগানও দেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ৷
শুক্রবার সমস্ত গুটিয়ে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। আর সেখানেই ধরা পড়ল মুড বদলের চিত্র।এর আগে নিজেদের দাবি আদায়ে পাঁচবার সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের বুঝিয়েছেন, আর জি করের মূল মামলার তদন্তভার এখন সিবিআইয়ের উপর। তাই কেন্দ্রীয় তদন্তকারীদের উপর চাপ বাড়ালে তবেই দ্রুত বিচার সম্ভব। এখন সরকার তাঁদের সমস্ত দাবি মেটানোর পর আন্দোলনকারীদের নিশানায় এখন সিবিআই। আর কর্মবিরতি প্রত্যাহারের আগে তাদের দিকেই চাপ দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা।