The mass resignation of doctors has no legal validity, the state government said
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জুনিয়র চিকিৎসকদের অনশনকে সমর্থন করে এবং আরজি কর হাসপাতালে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে গণ ইস্তফা দিয়েছিলেন আরজি কর হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। যদিও রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, তাঁদের এই ইস্তফার আইনি বৈধতা নেই। অর্থাৎ সার্ভিস রুল মেনে সেই সমস্ত চিকিৎসকরা ইস্তফা দেননি, জানালেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যে ইস্তফাপত্র পাঠানো হয়েছে, তাতে চিকিৎসকদের করা সইও আদৌ সঠিক কিনা তা জানা যায়নি। ফলে তাঁদের গণ ইস্তফা গ্রহণ করা হল না। এরই মধ্যে আরামবাগ হাসপাতালের চিকিৎসকরাও হুশিয়ারি দিলেন, তাঁরাও গণইস্তফা করবেন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়। ফলে সিনিয়র চিকিৎসক বনাম রাজ্যের লড়াই লেগেই গেল।