MLA Soham is on the side of the police in the RG Kar Hospital case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি করে চিকিৎসক ধর্ষণের মাঝেই এবার রাজ্য সরকারের হয়ে ব্যাট ধরলেন তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী। কদিন আগেই তিনি রাজারহাটের কাছে এক হোটেলের মালিককে পিটিয়ে শিরোনামে উঠেছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে উঠেছিল পুলিশকে দিয়ে হোটেল মালিকের ওপর চাপ দেওয়ার অভিযোগ। এরপর আদালতের নির্দেশে বিধাননগর পুলিশ তদন্ত চালায়। এবার সেই সোহমই দাবি করলেন, বাংলার পুলিশের জন্য মহিলারা নিরাপদে যাতায়াত করতে পারেন। সকালে অবশ্য তিনি আরজি করকাণ্ডে প্রতিবাদ জানিয়ে এক পোস্ট করেছিলেন, যেখানে তিনি নিহত চিকিৎসককে নিজের বোন হিসেবে সম্মান দিয়ে তাঁর হত্যার বিচার চান। এরপর নিজের ছবি প্রমোশনের কাজে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহম বলেছিলেন, দিল্লির সঙ্গে বাংলার অনেক পার্থক্য রয়েছে। এখানে রাতের বেলায় মহিলারা নিরাপদ পুলিশের জন্যই।