Trinamool Congress MLA Abdur Rahim Bakshi has threatened to raid the CBI office.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার সিবিআই অফিস অভিযানের হুমকি দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবদুর রহিম বক্সি। সিবিআই এই ঘটনার তদন্তভার নেওয়ার পর দুসপ্তাহের বেশি কেটে গেলেও এখনও পর্যন্ত তেমন কেউই গ্রেফতার হননি। শুধুই সন্দীপ ঘোষকে জেরা চলছে এবং দুর্নীতির তথ্য উদঘাটন চলছে বলে অভিযোগ করেছে তৃণমূলের একাংশ। সিবিআই ইচ্ছাকৃতভাবে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মামলা সিবিআই হাতে নিয়ে বিজেপিকে মাইলেজ দিচ্ছে এবং বিজেপি আদৌ দোষিদের শাস্তির পক্ষে সওয়ান না করে শুধুই সরকারের বিরোধিতা করছে। এই আবগেই তৃণমূলের বিধায়ক বলছেন, প্রয়োজনে তাঁরাও ন্যয্য বিচারের জন্য এবার সিবিআইয়ের দফতরেও অভিযান করবে, যদি আন্দোলনকারিরা নবান্না বা লালবাজার অভিযান করে।