The protesting doctors will want to see the CCTV footage from the CBI!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল যিনি ধর্ষণ এবং খুন হওয়া সেই মহিলা চিকিৎসকের ওপর দোষ ঠেলে বলেছিলেন সেমিনার রুমে কেন সেই মহিলা ঘুমোতে গেছিলেন। তাঁকেই রাজ্য সরকাররে তরফ থেকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসাতেই রাজ্যের মুখ পোড়ে আদালতে। সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দুই মন্ত্রকেরই নামে দাগ পড়ল। এরই মধ্যে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেন পুলিশের তদন্ত প্রক্রিয়া দেখার পর। আদালতের সেই রায় আসার পর আরজি করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা সিবিআইয়ের থেকেও সিসিটিভি দেখতে চাইবেন সেদিনের ঘটনার সময়ের। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনতে হবে। এদিকে কর্মবিরতি নিয়ে এখনই কোন সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা। তাঁরা জেনারেল বডির বৈঠকের পরই এই নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।