Construction work has started near the seminar room of RG Kar Hospital where a woman doctor was brutally raped and murdered.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের যে সেমিনার রুমে এক মহিলা চিকিৎসকের ওপর নির্মম ধর্ষণ এবং খুন করা হয়, সেই সেমিনার রুমের কাছে হঠাৎই শুরু হল নির্মান কাজ। এই নিয়ে হাসাপাতালে আন্দোলনরত চিকিৎসকরা দাবি করেছেন, সরকারি হাসপাতালে এমন নির্মম ঘটনার পর হঠাৎ সোমবার থেকে নির্মান কাজ কেন শুরু করা হয়েছে। নিশ্চয়ই এই পিছনে প্রমাণ লোপাটের কোনও চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্দোলনরত চিকিৎসকরা। সাধারণত ক্রাইম সিনের আশে পাশে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে কারোর আনাগোনা বন্ধ করা হয়। সেখানে সেমিনার রুমের পাশের ধরেই নির্মান কাজ শুরু হওয়ায় ফের যে এই ঘটনার তদন্তের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এছাড়াও পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্নরকম দাবিতে তাঁরা যে মোটেই খুশি নন, সেকথাও আন্দোলনকারিরা জানিয়েছেন।