Source of cbi, Before the incident at RG Kar Hospital, he was outside Kolkata, he returned and the incident took place
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সেই রাতে কখন, কোথায় গিয়েছিলেন? বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখছে সিবিআই।
অভিযুক্ত কোথায় গিয়েছিলেন, ফেরার পর হাসপাতালে কখন, কোথায় যান, কার সঙ্গে দেখা করেন, সবটাই সিবিআইয়ের নজরে রয়েছে। হাসপাতালের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আরজি করের ওই ঘটনার আগে তিনি কলকাতার বাইরে ছিলেন। কোনও কাজে বেরিয়েছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরেই এই ঘটনা ঘটান।
কলকাতা পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, ধৃতকে বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ হাসপাতালে ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ ভিতরে কাটিয়ে আবার তিনি বেরিয়ে আসেন। বাইরে খাবার খান এবং মদ্যপান করেন। এর পর ভোর ৪টে নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের দিকে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। সেখান থেকে ৩০ থেকে ৩৫ মিনিট পর তিনি বেরিয়ে আসেন। শুক্রবার সকালে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়।
সিবিআই সূত্রে খবর, ঘটনার রাতের ‘টাইমলাইন’ ধরে মেলাচ্ছেন গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে।একাধিক চিকিৎসক এবং কর্তৃপক্ষের বয়ান রেকর্ড করছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে বৃহস্পতিবার তলব করা হয়েছিল হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে।চিকিৎসকের সহকর্মীদের বয়ান রেকর্ড করছে সিবিআই।
আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশের পর থেকেই সিবিআই এই তদন্তে তৎপরতা শুরু করেছে।