The RG Kar case is also protesting within the Trinamool Congress
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ঘরের ভিতরেই শেষ কয়েকদিনে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে একটা চিড় তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়েছে। দুই হেভিওয়েট নেতা, যারা সংসদেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন দলের হয়ে সেই শান্তনু সেন এবং শুখেন্দু শেখর রায় এই ঘটনার নিন্দা করেন। এরপর তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় বলে অভিযোগ। এরপর শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়,যিনি ডায়মন্ড হারবারের সাংসদ এবং দলের সাধারণ সম্পাদক তিনি নাকি মিডিয়া সেলের দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিতে পারেন। সেক্ষেত্রে তাঁর মিডিয়া সেলের কর্মিরা আর সংবাদমাধ্যমে কোন মুখপাত্ররা যাবেন, সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন না। আপাতত এই কাজ সামলাবেন কুণাল ঘোষ, চন্দ্রীমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদার।