Trinamool Congress is ironic in the case of doctor rape and murder by RG
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে স্বাধীনতার সময় বাংলার নারীদের রাজপথ দখলকে নিয়ে রাজনৈতিকমহলে নানা মত রয়েছে। আরজি করে জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে গতকাল রাতে রাস্তায় নেমেছিল হাজার হাজার মহিলারা। যদিও বিষয়টিকে সিপিআইএমের নাটক বলে আখ্যা দিয়েছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তিনি এই প্রতিবাদে মহিলাদের না যোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন। এরই মধ্যে ১৪ অগাস্ট মধ্যরাতে নারীদের প্রতিবাদে সামিল হওয়ার কথা জানান ডাক্তার শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের স্ত্রী আরজি করের ঘটনায় এর আগেও প্রতিবাদ জানিয়েছেন একাধিকবার। এবার রাজপথে প্রতিবাদে তিনি কন্যা সৌমিলিকে নিয়েও থাকছেন। সিঁথি মোড়ে প্রতিবাদ কর্মসুচিতে যোগ তার।