নবান্নে প্রতিনিধি দল।
The protestors’ bus reached Nabanna, tight security was deployed at Nabanna surrounding
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শর্তে অনড় থেকে ৩০ জুনিয়র ডাক্তার পৌঁছলেন নবান্নে। বৃহস্পতিবার নবান্নের তরফে চিঠি দিয়ে বৈঠকের কথা জানানো হয় আন্দোলনকারীদের। বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকার কথাও জানানো হয়। জেনারেল বডির বৈঠকে চিকিৎসকেরা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান করছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেখান থেকে বাসে চড়ে নবান্নের পথে রওনা দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। নবান্নে যাওয়ার জন্য সরকার ব্যবস্থা করার কথা বললেও রাজি হননি আন্দোলনকারীরা। যাতায়াতের জন্য তাঁরা নিজেরা ব্যবস্থা করেছেন। নবান্নে পৌঁছে গেল আন্দোলনকারীদের বাস। কড়া নিরাপত্তা মোতায়েন চত্বরে। স্লোগান দিতে দিতে নবান্নে প্রবেশ করলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ‘বিচার চাই’ স্লোগান দিলেন।