A part of the false ceiling of RG Kar’s surgery room collapsed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যতকাণ্ড আরজি করে। কদিন আগেই জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলের কাছাকাছি নির্মানকার্যের অনুমতি দিয়েছিল হাসপাতালের তৎকালীন কর্তৃপক্ষ। অথচ দীর্ঘদিন ধরে আরজি কর হাসপাতালের এক সার্জারি রুমের অবস্থা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল থাকা সত্ত্বেও সঠিত পরিচর্যা না হওয়া ছাদ ভেঙে পড়ল। ঘটনা ঘটতেই ফের একবার প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন চিকিৎসকরা। বারবার বলা সত্ত্বেও সার্জিরা রুমের ছাদ সংস্কারের কাজ করেনি কর্তৃপক্ষ, অভিযোগ জানিয়েছে জুনিয়র চিকিৎসকরা। আরজি করের সার্জারি রুমের ফলস সিলিংয়ের একটি অংশ এদিন ধসে পড়ে যায়।