RG Kar Hospital ex-principal Sandeep Ghosh filed a case seeking ED investigation on allegations of corruption in bio medical wages from body theft.
রাজ্য
আদালত সংবাদদাতা:আবারও বিপাকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার ডাক্তার আখতার আলী।
নতুন করে বিড়ম্বনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, দেহ লোপাট সহ একাধিক দুর্নীতির অভিযোগে ইডির তদন্ত চেয়ে মামলার দায়ের করলেন সন্দীপ ঘোষের সহকর্মী চিকিৎসক আখতার আলী। বৃহস্পতিবার মামলার শুনানি বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তাঁরই প্রাক্তন সহকর্মী। অভিযোগ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দেদার দুর্নীতি করেছেন সন্দীপ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে বুধবার সকালে মামলা দায়ের করেছেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
আকতার আলী তিনি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ২০২৩ সালে ভিজিলেন্স অ্যান্টি করাপশন অভিযোগ করে ছিলেন। করা হয়েছে টালা থানাতে অভিযোগ কারী ডেপুটি সুপার নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই তাকে নিরাপত্তারও আবেদন করার হয়েছে মামলায়।
প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে মামলায়।