Big blow to medical services! Joint platform and doctors called to stop the outdoor services of public and private hospitals.
রাজ্য
নিজস্ব সংবাদদাতা :রাজ্যের অনেক হাসপাতালের আউটডোর বন্ধ থাকার পর রোগী ভোগান্তির চিত্র উঠে এসেছে। চিকিৎসকদের ঐক্য মঞ্চের ডাকা কর্মবিরতি ডাকে রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলে শঙ্কা করা হচ্ছে।
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উপ্তত্ত রাজ্যের চিকিৎসক মহল। অবস্থান বিক্ষোভে বসেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। আর জি করের আউটডোর আগে থেকেই বন্ধ। রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও আন্দোলন করছেন। আউটডোর পরিষেবা বিঘ্নিত হয়েছে। এবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে, বুধবার রাজ্যের সব সর সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আগামিকাল বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিল জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস। যার জেরে রোগীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।