The main accused in the RG case. The first Bengali judge used to stay in his house. Relatives are uncomfortable with the news.
রাজ্য
মুনমুন রায়,প্রতিনিধি :যাকে নিয়ে তোলপাড় সারা রাজ্য সেই আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বাড়ির ঠিকানা সামনে আসতে অস্বস্তিতে পড়েছেন কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের আত্মীয়রা। কারণ সে বাড়িতেই ভাড়া থাকতেন অভিযুক্ত সঞ্জয় রায়। যে বাড়ির ঠিকানা বললে এক নামে চেনে গোটা কলকাতা, এক কালে যে বাড়িতে পা পড়েছে বাংলা তথা দেশের নামি – দামি মানুষের, তাঁর বাড়িতেই ভাড়াটে হিসাবে থাকত সঞ্জয় রায়। এমনকী ওই বাড়ির অন্যান্য ভাড়াটেদের মধ্যে বেশ প্রভাবও ছিল তার। ৫৫ বি শম্ভূনাথ পণ্ডিত রোডের হেরিটেজ ভবনের ভাড়াটেদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সঞ্জয় নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দিত। এমনকী চাকরি দেওয়ার নাম করে প্রতিবেশীদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকাও তুলেছিল সে।
৫৫ বি শম্ভূনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িটি হেরিটেজ ঘোষণা করেছে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতির নামেই নামকরণ হয়েছিল তাঁর বাড়ির সামনের রাস্তাটি। বিশাল বাড়ির একাংশ জুড়ে রয়েছেন বেশ কয়েক ঘর ভাড়াটে। তেমনই একটি ঘরে দীর্ঘদিন ভাড়া থাকে সঞ্জয়রা। এখনও সেখানে থাকেন তার মা। এমন একটি বাড়ির সাথে খুন, ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম জুড়ে যাওয়া মেনে নিতে পারছেন না বাড়ির মালিক পক্ষ।