Patient services closed due to strike in case of mysterious death of doctor at RG Kar Hospital. Najehal ordinary people.
রাজ্য
নিজস্ব সংবাদদাতা :আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বহু হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। ফলে বিপদে পড়ছেন রোগী ও রোগীর পরিবারের লোকজন। দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে ফিরতে হচ্ছে তাঁদের। প্রতিবাদে শামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালের চিকিৎসকরা। সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিস। হাসপাতালের টিকিট কাউন্টার গুলো তে ঝুলছে তালা।
শনিবার সকাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট কাউন্টারে তালা। ফলে আউটডোরে চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন।
রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ও একই পরিস্থিতি। চিকিৎসা করাতে এসে তাঁরা জানতে পারেন আর জি কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। জরুরি এবং প্রসূতি বিভাগ ছাড়া কোথাও হচ্ছে না চিকিৎসা।প্রতিবাদে শামিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। সেখানেও আউটডোরে আসছেন না চিকিৎসকদের একাংশ।