Junior doctors are going to Nabanna with a delegation of 30 people
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৩০ জনের কম প্রতিনিধি নিয়ে কোনওভাবেই বৈঠক সম্ভব নয়। তাই ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবকে পালটা ই-মেল জুনিয়র চিকিৎসকদের।
আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। ৪টে ৪৫ মিনিটে আমাদের নবান্নে পৌঁছতে বলা হয়েছে। বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা অতি দ্রুত পৌঁছব। আমরা বৈঠকে যোগ দিতে চাই। রাজ্যের তরফে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আমরা ৩০ জন প্রতিনিধি, লাইভ স্ট্রিমিংয়ের দাবি রয়েছে।”আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, “আমরা মনে করি রাজ্য সরকার সদর্থক সাড়া দেবেন।”
উল্লেখ্য, এদিন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ফের চিঠি দেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৈঠকের লাইভ স্ট্রিমিং করার সম্ভাবনা নাকচ করে দেন মুখ্যসচিব।
তবে জুনিয়র চিকিৎসদের যুক্তি, রাজ্যের ২৬ টি মেডিকেল কলেজ থেকে প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যেতে চাইছেন তাঁরা। তাই কোনও ভাবেই বৈঠকে অংশগ্রহণকারী চিকিৎসদের সংখ্যা ৩০ এর কম করা সম্ভব নয়।