Who is viral on social media in RG Kar case, CBI to investigate, High court directs
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: RG কর কাণ্ডে নির্যাতিতার ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতি ডিভিশন।
সোশ্যাল মিডিয়ায় কারা আর জি কর-এর নির্যাতিতার নাম ও ছবি শেয়ার করছে, এবার তদন্ত করবে সিবিআই। এদিন এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা উল্লেখ করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টে নির্যাতিতার ছবিসহ জঘন্য কমেন্ট করা হচ্ছে। যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে তাদের প্রোফাইল গুলি ফেক হতে পারে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তদন্তের দাবি করা হয়। প্রধান বিচারপতি নির্দেশে জানিয়েছেন যেহেতু এই মামলা তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও সিবিআই দেখবে। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন সাইবার সংক্রান্ত অপরাধ দেখার মত সিবিআই এর আলাদা কোন শাখা নেই তাই রাজ্যের যে সাইবার ক্রাইম সংক্রান্ত শাখা রয়েছে তাদেরকেও এ বিষয়ে তদন্ত করতে বলা হোক। যদিও প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যদি তেমনটা করতে হয় তাহলে সিবিআই রাজ্যের সাইবার ক্রাইম শাখা কে বিষয়টি দেখার জন্য বলতে পারে। আগামী ১৮ আগস্ট মূল মামলার শুনানির দিন এই সাইবার সংক্রান্ত অপরাধ দিয়ে রিপোর্ট দিতে হবে সিবিআইকে। তেমনি নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ