Hearing of RG Kar case in Supreme Court postponed. The case will be heard on October 1.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আগে কথা ছিল চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর হয়ে দেশের শীর্ষ আদালতে এই মামলার শুনানি। কিন্তু সেই তারিখ পিছিয়ে দেওয়া হল। পরিবর্তিত পরিস্থিতিতে ১ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার দেশের শীর্ষ আদালতে বসবে এই মামলার শুনানি। শীর্ষ আদালতের করা এই স্বতঃপ্রণোদিত মামলা শুনছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ। সেই বেঞ্চই এই মামলা শুনবেন তবে আগামী সোমবার। এর আগেও আরজি কর মামলায় শুনানির দিন বদল হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যে জুনিয়র ডাক্তাররা সরকারের সঙ্গে আলোচনার পর অবশেষে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে যোগদান করেন।