‘Supreme’ hearing of RG Kar case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার ষষ্ঠ শুনানি আজ সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটি উঠবে।
কোন কোন বিষয় নিয়ে আজ শীর্ষ আদালতে সওয়াল-জবাব হতে চলেছে, তা আলোচনা সাপেক্ষ। মনে করা হচ্ছে, নতুন করে জুনিয়র ডাক্তারদের অনশনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপিত করতে পারেন চিকিৎসকদের আইনজীবীরা। নজর থাকবে সিবিআইয়ের পঞ্চম স্টেটাস রিপোর্টেও। সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কী নিয়ে সওয়াল করবেন, তাও আলোচ্য। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আর জি কর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে।