hearing of the RG Kar case will begin at 3 pm in the Supreme Court, not in the morning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে শুনানি হওয়ার কথা ছিল আরজি কর মামলার। তবে তা পিছিয়ে গেল দুপুর তিনটেয়।
মঙ্গলবার স্থগিত হয়ে যাওয়ার পরে নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, বুধবার শুনানির তালিকায় সবচেয়ে প্রথমেই এই মামলা শুনবে আদালত। সেই মতো সকাল সকাল শীর্ষ আদালতে নজর ছিল দেশবাসীর। তবে বেলা গড়াতেই জানা গেল, মামলা হবে সকালের বদলে দুপুরে।আদালত সূত্রের খবর, বুধবার দুপুর তিনটেয় আরজি কর মামলার শুনানি হবে প্রধান বিচারপতি বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।
আগের শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ার দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর তলব করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। সেই নির্দেশ মেনেই শুনানি শুরুর আগের দিন, মঙ্গলবারই হলফনামা আকারে সিভিক ভলান্টিয়ার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জমাও দিয়েছে রাজ্য।