Police deliberately did not conduct medical tests to save Sanjay Roy, claims ex-judge Avijit Ganguly
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে আরজি করকাণ্ডে তথ্য লোপাটের অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার চার দিন কেটে গেলেও মাত্র একজনকে গ্রেফতার করতে পেরেছিল কলকতা পুলিশ। এছাড়াও ঘটনাস্থলের পাশের ঘরেই রহস্যজনক ভাবে শুরু হয় মেরামরিত এবং ঘর ভাঙাভাঙির কাজ। এরপরই বিজেপি সাংসদ দাবি করলেন, তিনি আর বিচারপতির আসনে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার নির্দেশ দিতেন। মুখ্যমন্ত্রী নাকি নিজেই প্রমাণ লোপাটের কাজে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেন অভিজিৎবাবু। বুধবার এক মিছিলে পা মেলান তমলুকের সাংসদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ধৃতের কোনও ডাক্তারি পরীক্ষা হয়নি। সেটা হলে গায়ে আঁচরের দাগ আছে কিনা স্পষ্ট হয়ে যেত, কারণ মামলার সময় আইনজীবীরা বলবে যে গায়ে তো প্রতিরোধের চিহ্ন নেই, অর্থাৎ প্রথম থেকেই পুলিশ সঞ্জয় রায়কে আড়াল করার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন অভিজিৎবাবু।