Sealdah court ordered CBI custody of Sandip and Abhijit till 17th
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১৭ তারিখ পর্যন্ত অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজত দিল শিয়ালদহ আদালত। শনিবার সন্ধ্যায় আরজিকরের তরুনি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন টালা থানার ওসিকে গ্রেফতার করে সিবিআই।
উল্লেখ্য, রবিবার বেলা সারে ১২ টা নাগাদ সন্দীপ ও অভিজিতকে নিয়ে আদালতে পৌঁছায় সিবিআই, তার কিছু পর পেশ করা হয় শিয়ালদহ আদালতে।
আরজি কর কাণ্ডের তদন্তের জেরে শনিবার রাতে গ্রেফতার করা হল সন্দীপ ঘোষকে, শুধু তিনি নন তার সাথে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও এই ঘটনার জেরে গ্রেফতার করেছেন তদন্তকারী সিবিআই। এই মামলায় সিবিআই সুপ্রিম কোর্টের কাছে বারং বার দাবি করেছে যে, এই নৃশংস ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি শীর্ষ আদালতে সিবিআই দাবি করেছেন যে ঘটনাস্থলটি বিকৃত করা হয়েছে। দেরিতে এফআইআর দায়ের করা নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। শনিবার সেই সকল অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ও অভিজিৎ-কে।