Junior doctors march to CGO complex on Friday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে স্বাস্থ ভবনের সামনে অবস্থান তুলে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। জিবির বৈঠকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা। জট কাটার ইঙ্গিত রইল বৃহস্পতিবারের বৈঠকে। মেডিক্যাল কলেজগুলিতে তাঁদের অবস্থান চলবে, তবে শনিবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে জুনিয়র ডাক্তাররা। বৃহস্পিতবার রাজ্যের তরফে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসকদের তরফে। এছাড়াও শুক্রবার দিন তাঁরা সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে মিছিল করে যাবে আর জি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে। যাতে তদন্তে অগ্রগতি আসে এবং দ্রুত নির্যাতিতার পরিবার বিচার পায় সেই জন্যই সিজিও অভিযানে যাবেন জুনিয়র চিকিৎসকরা।