Protest in front of Puja mandap, Puja will be spent in police custody
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ত্রিধারা সম্মিলনি পুজো মন্ডপের সামনে আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্লোগান, গ্রেফতার হওয়া ৯জনকে ছাড়ল না পুলিশ। ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ফলে ধৃতদের এবারের পুজো কাটবে পুলিশের হেফাজতেই। বুধবারই তাঁদের ত্রিধারা সম্মিলনি পুজো কমিটির সামনে স্লোগানের প্রতিবাদে গ্রেফতার করা হয়। এরপর লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯ জন বসিয়ে রাখার পর রাত ১১টা নাগাদ তাঁদের নামে এক নির্দিষ্ট ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। আলিপুর আদালতে সরকারি আইনজীবী জানান, পুজোয় অতিরিক্ত ভিড় হয় মণ্ডপে। সেখানে প্রতিবাদ দেখাতে দিয়ে যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটত তাহলে তাঁর দায় কে নিত। প্রতিবাদে আপত্তি নেই, কিন্তু প্রতিবাদের স্থান নিয়ে আপত্তি তোলে সরকারের আইনজীবী।