The father of the deceased doctor in the RG Kar case made a big complaint against the councillor
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবার বড় অভিযোগ করলেন আরজি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের বাবা। তাঁর দাবি ঘটনার দিন তৃণমূল কাউন্সিলর তাঁকে জোর করিয়ে ডিসচার্জ সার্টিফিকেটে সই করিয়ে নেন। প্রথমে পরিবারের লোকেরা না আসা পর্যন্ত সই করতে চাননি তিনি। কিন্তু তৃণমুলের সেই কাউন্সিলর বারবার তাঁকে জোর করতে থাকেন এবং বলতে থাকেন সই না করলে দেরি হয়ে যাবে, এরপর কার্যত ইচ্ছার বিরুদ্ধে গিয়েই চাপ দিয়ে তাঁকে সই করানো হয়েছে বলে দাবি করলেন নির্যাতিতার বাবা। এর আগে পুলিশের বিরুদ্ধে দ্রুত শেষকৃত্যের কাজ করানোর অভিযোগ তুলেছিল পরিবার, এবার সেই অভিযোগের তালিকায় নাম উঠল শাসক দলের কাউন্সিলরের নাম, যার জেরে তৃণমূলের বিড়ম্বনা বাড়ল।