A new twist in the movement of junior doctors, the debut of a new organization
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অনশন তোলার পর শনিবার ছিল জুনিয়র চিকিৎসদের নতুন সংগঠনের ডাকা এক সাংবাদিক সম্মেলন। একই দিনে আরজি করেও ছিল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকা গণকনভেনশন। জুনিয়র চিকিৎসকদের মধ্য থেকেই উড়ে এলে একের পর এক তীর। আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের বিচারের নামে নাকি কোটি কোটি টাকা তুলেছে আন্দোলনকারি ডাক্তারদের মধ্যে কয়েকজন, এমনই অভিযোগ করা হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন নামের এই নতুন সংগঠন। তাঁরা এও দাবি করলেন, যে ৫১জনকে আরজি করে সাসপেন্ড করা হয়েছে, তাঁদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। যে কমিটি তাঁদের বিষয় তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে, সেই কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকদের এই সংগঠনের আন্দোলনকারীরা।