Even after 60 days of arrest, Sandeep-Abhijit did not get bail
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর জি করে ধর্ষণ ও খুনের মামলায় ‘ ট্যাগ’ করা হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে। তাই গ্রেপ্তারির ৬০ দিন পেরিয়ে যাওয়ার পর চার্জশিট না দিলেও জামিন পেলেন না ওই দুই অভিযুক্ত। শিয়ালদহ এসিজেএম আদালতে তাঁদের জামিন খারিজ হল। অভিযুক্তদের আইনজীবীদের উচ্চ আদালতে গিয়ে জামিনের আবেদনের পরামর্শ দিল আদালত।এদিকে, সিবিআইয়ের দাবি, নতুন পাঁচটি ডিভিআর ও পাঁচটি হার্ড ডিস্ক কেন্দ্রীয় ফরেনসিকে পাঠানো হয়েছে। সেগুলির উপর ভিত্তি করে তদন্তের প্রয়োজন।আর জি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য ও প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে। সোমবার ভারচুয়াল পদ্ধতিতে সন্দীপ ও অভিজিৎকে শিয়ালদহ আদালতে তোলা হয়। অভিযুক্তদের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। জামিনের আবেদনের বিরোধিতা করে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী দীপক পোরিয়া। দুপক্ষের বক্তব্য শোনার পর তাঁদের ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।এ ছাড়াও এদিন আর জি কর হাসপাতালে দুর্নীতির মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অন্য চার অভিযুক্তকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত।