Private hospitals decided to go on partial strike on Monday and Tuesday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সোমবার ও মঙ্গলবার আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিল প্রাইভেট হাসপাতালগুলি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যে শনিবারও দুজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়েন। এরপরই সেখানে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন সিনিয়র চিকিৎসকরা। তারপর তাঁদের তরফে শ্বারদ্বত মুখোপাধ্যায়সহ সিনিয়র চিকিৎসকরা ঘোষণা করেন, যে সোম এবং মঙ্গলবার ভোর ৬টা থেকে ওপিডি বা ইন্ডোর পরিষেবা বন্ধ থাকবে সমস্ত হাসপাতালে। সরকারি সমস্ত হাসপাতালেও ওপিডি পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। যদিও জরুরি পরিষেবা চালু রাখা হবে বলে জানানো হয়েছে। আংশিক কর্মববিরতিতে অংশ নিচ্ছে মেডিকা, উডল্যান্ড, সিকে বিড়লাসহ রাজ্যে নাম করা বেসরকারি হাসাপাতাল।