The next hearing in the Supreme Court in the RG Kar case is on September 27
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই ফের আরজি কর মামলায় শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে ২৭ সেপ্টেম্বর রয়েছে ফের শুনানি। মঙ্গলবার শুনানির সময় সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, তা দেখে কার্যত হতবাক হয়ে যান সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা সরাসরি এই রিপোর্টে কি রয়েছে সেটা না বললেও বিষয়টা নিয়ে যে তাঁরা ভাবিত সেকথাও জানান। এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিংহও জানান যে চিকিৎসকদের দাবি মেনে নিলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেবে। সেই নিয়ে গভার্নিং বডিতে আলোচনাও রয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশে কতটা অগ্রগতি হল সিবিআইয়ের তদন্তে এবং জুনিয়রদের কর্মবিরতি ওঠা নিয়ে, সেই প্রসঙ্গই উঠে আসতে চলেছে সেদিনের শুনানি, এমনটাই মনে করা হচ্ছে।